যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্র গুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্র গুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা

ছবিঃ সংগৃহীত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা। ভোটকেন্দ্রের বাইরে সতর্ক অবস্থায় থাকবে নিরাপত্তারক্ষী দল। এছাড়া বুলেটপ্রুফ কাচে ঘেরা থাকবে কক্ষগুলো। আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এভাবে কড়া নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তারা। খবর রয়টার্সের।

অ্যারিজোনার ফ্ল্যাগস্টাফের একজন নির্বাচনী কর্মকর্তা জানান, সেখানে ভোটারদের বুলেটপ্রুফ কাচের দরজা পেরিয়ে যেতে হবে এবং ভেতরে ঢুকতে হলে আগে একটি ঘণ্টা বাজাতে হবে। ফ্লোরিডার টালাহাসে যে ভবনে নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনা করবেন সেটার দেয়াল নতুন করে অত্যাধুনিক ও শক্তিশালী ফাইবার ‘কেভলার’ দিয়ে বানানো হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজয় নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব, অন্যদের হুমকি ও ভীতিকর আচরণের ভয়ে বিপর্যস্ত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনী কর্মকর্তারা তাঁদের কার্যক্রমকে আরও বেশি নিরাপদ করার জোর প্রস্তুতি নিচ্ছেন

রয়টার্স এ নিয়ে জরিপ চালিয়ে দেখেছে, তাঁরা এমন ৩০ জন নির্বাচনী কর্মকর্তাকে পেয়েছেন, তাঁদের অন্তত ১৫ জন নানাভাবে নিরাপত্তা জোরদার করেছেন। কেউ কেউ ‘প্যানিক বাটন’ লাগিয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ