জগন্নাথপুরে শিশুদের মধ্যে কোভিড-১৯ টিকাদান প্রদান কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

জগন্নাথপুরে শিশুদের মধ্যে কোভিড-১৯ টিকাদান প্রদান কর্মসূচি উদ্বোধন

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে শিশুদের মধ্যে কোভিড-১৯ টিকাদান প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় ১১ ই অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর নার্সারী স্কুলের ৫ বছর হতে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান প্রদান এর মধ্য দিয়ে জগন্নাথপুরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, উপজেলার ৪০ হাজার শিশুদের কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষে কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।ধারাবাহিক ভাবে উপজেলার একটি পৌর সভা ও আটটি ইউনিয়ন এর সকল শিক্ষা প্রতিষ্ঠান এর শিশুদের এই ভ্যাকসিন প্রদান করা হবে। সেই সাথে নির্দিষ্ট দিনে ঝরে পড়া শিশুদেরও কোভিড-১৯ টিকা দেওয়া হবে।

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ