প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বর্তমান সরকারকেও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গুম-খুনের জন্য র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সরকারকেও নিষেধাজ্ঞা দিতে হবে। কারণ সরকারের নির্দেশেই এসব গুম-খুন করা হয়েছে।
আজ ১২ ই অক্টোবর রোজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ৯ দফা দাবিতে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে দলটির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে চট্টগ্রামের আওতাধীন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা অংশ নেন।
সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজ-কাল-পরশু নয়, এখনই পদত্যাগ করুন। না হলে আপনার পালাবার পথও খুঁজে পাবেন না।
চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় সব নেতা অভিন্ন সুরে সরকারের বিরুদ্ধে একই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সংসদ বিলুপ্ত করুন। নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করুন। সেই সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে যে গুম-খুন হয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৪ পৃষ্ঠার নথিতে উঠে এসেছে। রাজনীতি থেকে দূরে রাখতে বিএনপির ৩৫ নেতা-কর্মীকে মামলায় জড়ানো হয়েছে। আবার নতুন করে মামলা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড মাঠে আসা বিএনপি নেতাকর্মীদের একাংশ। ছবি- সমকাল
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। একইসঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে তাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এই লড়াইয়ে হয় জিততে হবে; না হলে মরে যেতে হবে। লড়াইয়ে জয়লাভ করতে না পারলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সুত্রঃ সমকাল
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest