* আগুনের ফুলকি *

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

* আগুনের ফুলকি *

“আগুনের ফুলকি”

কবি- আউয়াল জামান কয়েছ

বিদ্রোহী কবি’র কবর হয়েছে

তবে কি মাটিতে মিশেছে বিদ্রোহ?

না, বিদ্রোহ এখনো মানুষের মনে

তবে প্রকাশ করে না কেহ!

 

নিস্তব্ধ সময় শান্ত পরিবেশ

কে দেখে অশান্ত মন?

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে

দুর্বিষহ মানব জীবন!

 

বলতে পারে না, লিখতে পারে না

নিষিদ্ধ মিছিল সমাবেশ;

একাত্তরের চেতনা হারিয়ে জাতি

হয়ে আছে অনিমেষ!

 

আগুনের ফুলকি হৃদয়ে কবর দিয়ে

কি করে মানুষ বাঁচে?

কি দুঃখ ব্যথা লালন করছে মনে

বলবে তা কার কাছে?

 

যে সুখস্বপ্ন নিয়ে স্বাধীনতা এসেছে

কতটুকু হয়েছে তার পূর্ণ?

অর্ধশত বছর পেরিয়েছে তবুও

স্বপ্ন রয়ে গেছে স্বপ্ন!

 

পাক হানাদার সামরিক জান্তা কখনো

টিকতে পারে নি এদেশে;

জানি না কবে যে নিঃশ্বাস নেবে সবে

আকাঙ্ক্ষিত পরিবেশে!