প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২
ছবি: ফাইল
স্টাফ রিপোর্টারঃ
সিলেট থেকে সৌদি আরব প্রবাসীদের কাঙ্খিত সিলেট-জেদ্দা রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৪ শে অক্টোবর রোজ সোমবার ৬টা ৪৫ মিনিটে সিলেট থেকে ২৪১ জনসহ মোট ৪১৫ জন যাত্রী নিয়ে সরাসরি এ ফ্লাইট যাত্রা করে। এর আগে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান কর্তৃপক্ষ।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এর বরাত দিয়ে সুত্র আরো জানায়, এখন থেকে সপ্তাহের প্রতি সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট যাবে। যদিও প্রতি বছর হজ্জ উপলক্ষে সিলেট থেকে অনিয়মিত ফ্লাইট চালু ছিল। এখন থেকে নিয়মিত জেদ্দায় সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানবন্দরের সহকারী স্টেশন ম্যানেজার সাকিল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি (বিজি-২৩৫) উড়োজাহাজ রোববার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে বিমানটি ছেড়ে যায়। বিমানে জেদ্দাগামী সিলেটের ২৪১ জন ও ঢাকার ১৭৪ জন যাত্রী রয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest