দেড়শত কেজি ওজনের বাঘাইড় মাছ সিলেট লাল বাজারে

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

দেড়শত কেজি ওজনের বাঘাইড় মাছ সিলেট লাল বাজারে

ছবি সংগৃহীত

সিলেট থেকে সংবাদদাতাঃ

সিলেটের বাজারে আবারো উঠেছে বিশাল আকারের বাঘাইড় মাছ। জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে ধরা পড়ে মাছটি। দেড়শ কেজি ওজনের মাছটি সিলেট মহানগরীর  বন্দরবাজারের অন্যতম মাছবাজার লালবাজারে বিক্রির জন্য তোলা হয়।

আজ ২৬ শে অক্টোবর রোজ বুধবার দিনভর বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে লোকজন ভিড় করেন বাজারে। মৎস্য ব্যবসায়ী বিলাল মিয়া ১৫০ কেজির মাছটি কিনে আনেন। মঙ্গলবার মাছটি বিক্রি না করে কেবল মানুষের দেখার জন্য রেখেছেন। মাছটি কেটে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করবেন বলে জানান তিনি।

বিলাল মিয়া জানান, গত সোমবার রাতে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি সিলেটের ঐতিহ্যবাহী মাছের আড়ত কাজিরবাজারে নিয়ে আসেন জেলেরা। পরে সেখান থেকে তিনি মাছটি কিনে আনেন। বুধবার মাছটি কেটে বিক্রির জন্য নগরে মাইকিং করা হয়।

এর আগে চলতি বছরের ২৭ মার্চ সিলেটের লামাকাজি এলাকার জুনেদ আহমদের জালে ধরা পড়ে ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। ওই মাছটিও নগরের বৃহৎ মাছের আড়ত কাজিরবাজারে তোলা হলে এক লাখ টাকা দিয়ে মাছটি কিনে লালবাজারে এনে বিক্রি করেন মো. বিলাল মিয়া।

প্রায় প্রতি বছর এভাবে সুরমা ও কুশিয়ারা নদীতে বড় আকারের একাধিক বাঘাইড় মাছ ধরা পড়ছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ