জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক আহত

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক আহত

হুমায়ূন কবীর ফরীদি ##

 

পাগলা-জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক কাজল(৪৫), স্ত্রী সবিতা (৩৭) ও ছেলে অভি আহত হয়েছে। তমধ্যে গুরুতর আহত কাজলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজল বণিক (৪৫) আজ ৩১ শে অক্টোবর রোজ সোমবার বিকাল প্রায় চার ঘটিকার সময় উপজেলার মোল্লারগাঁও গ্রামস্থ শ্বশুরালয় থেকে স্ত্রী সবিতা রানী চন্দ (৩৭) ও ছেলে অভি বণিক(৫) সহ মোটরসাইকেল যোগে জগন্নাথপুর উপজেলা সদরস্থ  নিজ বাসায় যাওয়ার পথে পাগলা-জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌর এলাকার স্লুইস গেইট এর উত্তর পার্শ্বে পৌঁছা মাত্রই অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেলকে ক্রস করতে গিয়ে শিক্ষক কাজল বণিক এর মোটর সাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী কাজল বণিক ও তাঁর স্ত্রী সবিতা রানী চন্দ ও ছেলে অভি বণিক রক্তাক্ত আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। আহতদের মধ্যে সবিতা রানী চন্দ ও অভি বণিককে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং কাজল বণিক এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন আহত কাজল বণিক এর সমন্ধি সবিতা রানী চন্দ এর চাচাতো ভাই কাজল চন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ