প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
জগন্নাথপুরে শাহীন(১০) ও শামছুল(১১) নামক আপন দুই ভাই মাত্র আট মাসে পবিত্র কোরআন শরীফ হিফয (মুখস্থ) করেছেন।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শেওড়া গ্রাম নিবাসী মোঃ দরবেশ আলীর ছেলে শেওড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আপন দুই ভাই মোঃ শাহীন আলম(১০) ও মোঃ শামছুল আলম(১১) মাত্র আট মাসে পবিত্র কোরআন শরীফ হিফয (মুখস্থ) করেছেন। তাঁরা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর প্রথমে দৈনিক এক পৃষ্ঠা করে পবিত্র কোরআন শরীফ হিফয অর্থাৎ মুখস্থ করা শুরু করলেও ক্রমান্বয়ে দৈনিক দুই /তিন পৃষ্ঠা করে মুখস্থ করতে আরম্ভ করে। শেষ পর্যায়ে এসে দৈনিক তিন/চার পৃষ্ঠা মূখস্ত করে শিক্ষককে শোনাতে। কোরআন হিফয অর্থাৎ মুখস্থ করার প্রতি প্রবল আকর্ষণ ও আন্তরিকতা থাকার ফলে অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন শরীফ হিফয অর্থাৎ মুখস্থ করতে পেরেছেন ওরা। ছোট্ট শিশু শাহীন আলম ও শামছুল আলম অল্প দিনে পবিত্র কোরআন শরীফ হিফয অর্থাৎ মুখস্থ করায় এলাকায় আনন্দের ঝড় বইছে।
এ ব্যাপারে শেওড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হিফয বিভাগের প্রধান হাফিজ মাওলানা মোঃ মর্তুজ আলী বলেন, আমার শিক্ষকতা জীবনে এমন প্রখর মেধাবী শিক্ষার্থী খুব কমই দেখেছি। ওদের মাদ্রাসায় দৈনিক উপস্থিতি, সবক, সাত সবক,আমমূখতা শোনানোর ধারাবাহিকতা ছিল অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় ভিন্ন। যার ফলশ্রুতিতে তারা মাত্র আট মাসে পবিত্র কোরআন শরীফ হিফয অর্থাৎ মুখস্থ করতে পেরেছে। তাদের লেখাপড়া, চলাফেরা আদব -আখলাক আমায় মুগ্ধ করেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest