রাত পোহালেই নির্বাচন, কে হচ্ছেন জগন্নাথপুরবাসীর অভিভাবক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

রাত পোহালেই নির্বাচন,  কে হচ্ছেন জগন্নাথপুরবাসীর অভিভাবক

 

মোঃ মুকিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

রাত পোহালেই জগন্নাথপুর  উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে কে হচ্ছেন উপজেলা বাসীর অবিভাবক। তা নিয়ে জনমনে নানান প্রশ্ন। তবে  ভাইস চেয়ারম্যান এর পাশাপাশি আলোচনা রয়েছে, কে হচ্ছেন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান? বিশেষ করে গেল নির্বানের তুলনায় এবারের নির্বাচনে কদর বেড়েছে ভোটারদের। ফলে চলছে কঠিন হিসেব নিকাশ।

আগামীকাল ২ নভেম্বর রোজ বুধবার  সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।  ইভিএম এর মাধ্যমে ভোটাররা  তাদের ভোটাধিকার প্রয়োগ করে বেঁছে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিএনপির আলহাজ্ব আতাউর রহমানকে নির্বাচিত হয় ছিলেন। আর এবার তিনি সহ ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনি মাঠ।

আগামীকালের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন  (নৌকা), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব  আতাউর রহমান (মোটরসাইকেল), আওয়ামিলীগের (স্বতন্ত্র)  প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ (আনারস), জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ তালহা আলম (খেজুরগাছ), যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী (ঘোড়া)।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সরকার দলীয় চার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর (তালা), যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া  (টিউবওয়েল), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ  (চশমা), ও যুক্তরাজ্য প্রবাসী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), পাঁচ প্রার্থীর প্রতিদ্বন্ধিতার মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর (তালা), প্রতীকের সুর শুনা গেলেও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন লাকি (টিয়াপাখি) প্রতীকের সুরও শুনা যাচ্ছে।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী (ফুটবল) রিনা বেগম (কলস), ও সেলিনা বেগম (হাঁস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর উর্ধে রয়েছেন সুফিয়া খানম সাথী (ফুটবল) নিয়ে। তবে সুফিয়া খানম সাথীর বিজয় নিশ্চিত বলে ধারণা করছেন উপজেলাবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন  কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আমরা একটি সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি নিয়েছি। একই সঙ্গে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ