জগন্নাথপুরে বোরোধান এর বীজ বিক্রি শুরু

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

জগন্নাথপুরে বোরোধান এর বীজ বিক্রি শুরু

 

স্টাফ রিপোর্টাঃ

জগন্নাথপুরে বোরো মৌসুম এর বিভিন্ন জাতের বীজ ধান বিক্রি শুরু হয়েছে। বীজের মূল্য বৃদ্ধি পেতে পারে এ আশংকায় কৃষকেরা বীজ ক্রয়ে ব্যাস্ত হয়ে পড়েছেন।

বিগত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ রিয়া এন্ড প্রান্ত বীজ ঘর, জগন্নাথপুর বাজারস্থ রিয়া ট্রেডার্স ও বাউধরন স্টোর সহ উপজেলার বিভিন্ন হাট- বাজারে সরকারি  বীজ এর পাশা-পাশি বিভিন্ন বেসরকারি কোম্পানির বীজ ধান বিক্রি হচ্ছে। আজ ৩ রা নভেম্বর সরেজমিনে দেখা গেছে, বীজ বিক্রয়কারী বীজ ঘর গুলো থেকে কৃষকেরা বিভিন্ন জাতের বীজ ক্রয় করছেন। বিশেষ করে ইস্পাহানী -৮, সুপ্রিম সিড কোম্পানির হীরা-২ ও এসিআই কোম্পানির ধানা ছক্কা বীজ কৃষকেরা ক্রয় করছেন। এ জাতের ধান বীজে ফলন ভাল হয় বলে কৃষকেরা জানিয়েছেন।

এ ব্যাপারে কৃষক জামিল হোসেন,রাসেল ও জহিরুল সহ একাধিক কৃষক একান্ত আলাপকালে বলেন, এবার ডিজেল, সার ও বীজ সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় জমি আবাদে খরচ অনেক বেড়েছে। জমি আবাদের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।

বীজ বিক্রেতা বাবু দিলীপ দাস বলেন, বেচা বিক্রি ভালই হচ্ছে। কৃষকেরা আনন্দের মধ্য দিয়ে বোরোধান এর বীজ সংগ্রহ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোম্পানির বীজ কৃষকেরা ক্রয় করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ