প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি ##
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আকমল হোসেন বিজয়ী হওয়ায় জগন্নাথপুরবাসীর আয়োজনে লন্ডনে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদ্য অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর চেয়ারম্যান প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন বিজয়ী হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরবাসীর আয়োজনে ২ রা নভেম্বর লন্ডন সময় সন্ধ্যালগ্নে পূর্ব লন্ডনের ব্রিকলেনে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি, আওয়ামী লীগ নেতা মল্লিক শাকুর ওয়াদুদ এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় আনন্দ সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশুক ইবনে আনিস, প্রবাস বিষয়ক সম্পাদক জনাব আনসারুল হক ও সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়াদ।
অন্যান্যদের মধ্যে রাখেন, প্রবাসী কমিউনিটি নেতা শেখ আবুন নুর, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য আশরাফুল ইসলাম, লন্ডন আওয়ামী লীগ সহ সভাপতি সফিক আহমদ, ময়নুল হক, প্রবাস কল্যাণ সম্পাদক ইউসুফ কামালী, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু, আওয়ামী লীগ নেতা আংগুর আলী, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক সেলিম রহমান, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান,সহ সভাপতি আব্দুল আহাদ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, জুবায়ের আহমেদ,সাংগঠনিক সম্পাদক বাবুল খান, মাহমুদ আলী, যুক্তরাজ্য কৃষকলীগের আহবায়ক সৈয়দ তারেক, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি কমিটির অন্যতম সদস্য কামরুল ইসলাম,যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির,যুবনেতা তফজ্জুল হোসেন, শুয়েব আহমেদ, ময়নুল হক ও রাশেদ আহমদ প্রমূখ।
সভায় প্রবাসী জগন্নাথপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকমল হোসেন এর পুত্র মাহবুব হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৃনমুল থেকে বেড়ে উঠা আকমল হোসেন এর বিজয় মানে জগন্নাথপুরের সরবস্তরের মানুষের বিজয়। বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest