মাঠে খেলতে কুদাল নিয়ে নামুন- জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

মাঠে খেলতে কুদাল নিয়ে নামুন- জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

 

হুমায়ূন কবীর ফরীদি ##

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, গোলামীর জিঞ্জির থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে দেশ পরিচালনা করছেন তাঁরই সুযোগ্য উত্তরসুরী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। আগামী ৭ ই নভেম্বর রানীগঞ্জ সেতু উদ্বোধন হবে। রানীগঞ্জ সেতু আমাদের পদ্মা সেতু। এতে আমাদের আনন্দের শেষ নেই। জগন্নাথপুরে আরো উন্নয়ন হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন রানীগঞ্জ সেতুর মাধ্যমে অবলোকন করা যাবে। সরকারের বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এর কথা আপনারা বারবার বলে আসছেন। আমরা আমরা কর্মযজ্ঞের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছি। আপনারা  কুদাল দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছি। নির্বাচনে আমাদের কোনো ভয় নেই। আপনারা যদি মনে করেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি তাহলে আমাদের মতো লেভেল প্লেয়িং মাঠ তৈরী করতে কুদাল দিয়ে কাজ করুন। আওয়ামী লীগ মরে যাবে এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। দলীয় নেতাকর্মী বৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন,  জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন আমাদের টেষ্ট ম্যাচ এই নির্বাচনে আমরা এ- প্লাস পেয়েছি। সামনে ফাইনাল খেলা, আগামী সংসদ নির্বাচনে সবাইকে প্রস্তত থাকতে হবে। দলে থাকা ছোট মোস্তাকেদের শুধরাতে হবে।তবেই আমাদের সাফল্য হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও  অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে ৪ ঠা অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ ফিরোজ আলী, সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্নু, মীরপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ শাহ আলম,  আওয়ামী লীগ নেতা মোঃ শায়েস্তা মিয়া , পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুনতাসীর মুহাম্মদ মনু, যুবলীগ নেতা মোঃ শিপন আহমদ তালুকদার, ফয়ছল আহমেদ,জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নূরুল হক,  জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন শিপু,৷  জাহাঙ্গীর হোসেন, কামরুল বক্স ও জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত সহ দলীয় নেতাকর্মী  বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ