নিজস্ব প্রতিনিধিঃ
এই প্রথম কোন বাংলাদেশী যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অংগরাজ্যে মেইন স্রিম পলিটিক্সে সফলতা অর্জন করলেন।
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল ৮ ই নভেম্বর হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের মিড টার্ম নির্বাচন। এতে কানেকটিকাট স্টেটে প্রথম বাংলাদেশী স্টেট সেনেটর হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন এম ডি মাসুদুর রহমান অপু এবং জয়ী হয়েছেন।উল্লেখ্য এর আগে কেউ কোন নির্বাচনে অংশগ্রহন করেন নি।
এম ডি রহমান তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, এ জয় শুধু এম ডি মাসুদুর রহমান অপুর জয় নয়। এ জয় আমাদের বাংলাদেশীদের জয়। আমাদের পরবর্তি প্রজন্মের জন্য জয়। এটা মাত্র শুরু।ইনশা আল্লাহ আমরা বহুদুর যাব।উনি সবাইকে উনার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এম ডি মাসুদুর রহমান অপু গতকাল কানেকটিকাটের স্টেট সেনেটর হিসেবে প্রায় ৭ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২য় বাংলাদেশী স্টেট সেনেটর হিসেবে স্হান করে নিয়েছেন ।
কানেকটিকাটের বাংলাদেশী কমিউনিটির প্রত্যেকটা সদস্য উনার জন্য কাজ করেছেন। উনি চারটা সিটির প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছিলেন কিন্তু কানেকটিকাটের প্রত্যেকটা শহর থেকে বাংলাদেশী ভাই এবং বোনেরা তার জন কেমপেইন করেছেন, কাজ করেছেন যার ফলশ্রুতিতে এ বিজয়।
এম ডি মাসুদুর রহমান অপু, কানেকটিকাটের ম্যানচেষ্টারের বাসিন্দা, উনার দেশের বাড়ী বাংলাদেশের চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায়। উনি তিন সন্তানের জনক।
গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে ম্যানচেষ্টার সিটির পার্টি অফিসে যখন এই প্রথম কোন বাংলাদেশীর হাস্যোজ্জল অবয়ব হাত উঠিয়ে victory চিন্হ দেখালো। তখন শত শত বাঙ্গালীর আনন্দে বাধভাঙ্গা উল্লাসে, গগন বিধারী চিৎকার করে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে উনাকে অভিনন্দন জানানো হয়।