প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
” হেমন্তে বাংলার রূপ “
— কবি আউয়াল জামান কয়েছ
হেমন্তের হিমময় সকাল
মিষ্টি রোদের তাপ;
শিশির ভেজা ঘাসে পড়ে
পায়ের পাতার ছাপ।
কৃষক ভাই’রা মহা খুশি
কাটবে নতুন ধান;
ভোরবেলাতে সবাই মিলে
কাচিতে দেয় শান।
ধান কাটার যে ধুম পড়েছে
সময় নেই হাতে;
মাড়াই দিয়ে শুকানোর পর
রাখছে গোলাতে।
কৃষাণীদের চোখে মুখে
আনন্দ খেলে;
খুশির বন্যা বয় যে ধানের
ন্যায্য দাম পেলে।
নানা রঙের পিঠার স্বাদ আর
আনন্দ উৎসব;
হিজল বনে গানের সুরে
পাখির কলরব।
ফুলের বনে মৌমাছিদের
লাগে অনন্যা;
হেমন্তে বাংলার রূপের যে
তুলনা হয় না।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest