মিয়ানমার জান্তাকে ” অবিলম্বে ” গনতান্ত্রিক ধারায় ফিরতে হবে- জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

মিয়ানমার জান্তাকে ” অবিলম্বে ” গনতান্ত্রিক ধারায় ফিরতে হবে- জাতিসংঘ মহাসচিব

 

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার মিয়ানমারের সামরিক জান্তাকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে ঘিরে থাকা ‘অশেষ দুঃস্বপ্ন’ বন্ধ করার এটিই একমাত্র উপায়।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। যার পর নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।

সাউথ-ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) আঞ্চলিক ব্লকের অ্যাসোসিয়েশনের শীর্ষ সম্মেলনে ক্রমবর্ধমান এ বিষয়টি বেশ প্রাধান্য পেয়েছে।

গুতেরেস বলেছেন, আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ।

তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি অন্তহীন দুঃস্বপ্ন এবং সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

এ সংক্রান্ত আরও সংবাদ