প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির গণসমাবেশ ১৯ শে নভেম্বর রোজ শনিবার দুপুরে। কিন্তু সমাবেশ শুরু হওয়ার আগেই আজ ১৮ ই নভেম্বর রোজ শুক্রবার দিবাগত রাত ৮ টার মধ্যেই বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদরাসার মাঠ।
ইতিমধ্যে সকলধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাঠের। কেন্দ্রীয় এবং স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দদের খন্ড খন্ড মিছিলে পরিপূর্ণ হয়ে গেছে আলিয়া মাদরাসা মাঠ। পথে পথে নানামুখী প্রতিবন্ধকতা পেরিয়ে সড়ক ও নৌ পথে এমনকি পায়ে হেঁটে নেতাকর্মী সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট মহানগরীতে নেতাকর্মীরা প্রবেশ করছেন।
সিলেটের এই সমাবেশে সাড়ে চার লাখ মানুষ হওয়ার কথা থাকলেও এখন তা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা। আলিয়া মাঠের জেলা উপজেলার প্রতিটি প্যান্ডেলে হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এরই মাঝে। তিল ধারণের ঠাই নেই। মাঠ পেরিয়ে সড়কে নেতাকর্মীরা অবস্থান করছেন। তাই সকল নেতাকর্মীর মনে জন সমুদ্রের থেকেউ বড় ধরনের গণসমাবেশ হবে যা ইতিহাসের পাতায় সিলেটের এই গণসমাবেশ হবে।
সিলেট বিভাগীয় গণসমাবেশকে ঘিরে শুক্রবার বিকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন সিলেট বিভাগের জেলা ও উপজেলার নেতাকর্মীরা যার ফলে গণসমাবেশের আগের রাতেই আলিয়া মাদরাসা মাঠ পরিপূর্ণ। আলিয়া মাদরাসা মাঠের চারদিক বিএপির স্লোগান ধব্বনিত হচ্ছে। আর ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে আলিয়া মাদরাসা মাঠের চারপাশের রাস্তা ও সমাবেশস্থল।
বিএনপির কেন্দ্রীয় ও সিনিয়র নেতৃবৃন্দরা ইতিমধ্যে বলেছেন যে, এই গণসমাবেশ মানুষের অধিকার আদায়ের সমাবেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের সমাবেশ। সাধারণ মানুষ আজ অনাহারে দিন কাটাচ্ছে সাধারণ মানুষের জন্য এই গণসমাবেশ। ১৩ বছর ধরে মানুষ গুম, খুন, হত্যা, নির্যাতনের শিকার হয়েছেন। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেঁকে গেছে তাই সাধারণ জনগণের মাধ্যমেই এই সরকারের পতন হবে এবং বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest