নিজস্ব প্রতিনিধি ঃ
গত ২৭ শে নভেম্বর রবিবার ব্রংসের মামুন টিউটোরিয়ালে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনকের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির উপদেষ্টা সহ অনেক সদস্য উপস্তিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এস এম জলিল এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব তৌফিকুল আম্বিয়া টিপু।
সভায় অনেকের নাম প্রস্তাব আকারে আসে পরে সংগঠনের উপস্তিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান প্রেসিডেন্ট সহ ৭ সদস্য বিশিষ্ট একটি সিলেকশন কমিটি গঠন করে উনাদের মাধ্যমে প্রথম ৩ জন প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ সিলেকশন করার অনুরোধ করা হয়।
সিলেকশন কমিটির এই সাত জন সব কিছু পর্যালোচনা করে ঐক্যমতে পৌছে বর্তমান সাধারন সম্পাদক জনাব তৌফিকুল আম্বিয়া টিপুকে সভাপতি, সাবেক সাধারন সম্পাদক জনাব মোতাহার রুবেলেকে সাধারন সম্পাদক এবং বর্তমান কোষাধ্যক্ষ পুনরায় কোষাধ্যক্ষ হিসাবে ঘোষনা করেন।
সিলেকশন কমিটিতে ছিলেন উপদেষ্টা ছদরুন নুর, তোফায়েল চৌধুরী, আব্দুস শহিদ, আপ্তাব আলী, নুরুল হোসাইন, আমিনুল হক চুন্নু এবং বর্তমান সভাপতি এস এম জলিল।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ছদরুন নুর, তোফায়েল চৌধুরি, আব্দুস শহীদ, আফতাব আলী, নূর হোসাইন, মাওলানা আবুল কাশেম এহিয়া, আমিনুল হক চুন্নু, এডভোকেট আলা উদ্দিন, জুসেফ চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন, আবু সালেহ চৌধুরি, ইমতিয়াজ আহমাদ বেলাল, শাহীন কামালী, মান্না মুনতাসির, ফয়ছল আহমেদ, কাজিরুল ইসলাম শিপন, জিয়াউল আহমেদ জামিল, মোতাহার রুবেল, হুমায়ুন কবির সোহেল, আব্দুল আজিজ, শামীম আহমেদ, মোহাম্মদ আলী রাজা , জামাল আহমেদ, আবু শাকের এবং দিনারুল ইসলাম প্রমুখ।