” সুলভে সম্মান “

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

” সুলভে সম্মান “

“সুলভে সম্মান”

কবি- আউয়াল জামান কয়েছ

 

দাও যদি অনুদান

পেয়ে যাবে সম্মান

গুণগান হবে সম্মেলনে;

গলায় উত্তরীয়

তুমিই সবার প্রিয়

বলবে লোকেরা জনে জনে!

ক্রেস্টের সাইজ বুঝে

টাকা দাও খামে গুজে

কেউ যেন জানতে না পারে;

জানাজানি হলে পরে

কথা হবে ঘরে ঘরে

কত টাকা কে দিয়েছে কারে?

মহাকবি ভাব ধরে

গলায় মেডেল পড়ে

স্টেইজে দাঁড়িয়ে পাবে ক্রেস্ট;

তোমার টাকায় কেনা

ভুলে যাও লেনা দেনা

সমাজের কাছে তুমিই বেষ্ট!

তোমার এই সম্মান

জগতে রবে প্রমাণ

ভিডিও ধারণ করা হবে;

বহু যুগ চলবে

নাতিরাও বলবে

কোন ক্রেস্ট কে দিয়েছে কবে?

এমন চিন্তাধারা

বলুন করে যে কারা?

আমাদের মাঝেই কিছু ভাই;

ত্বরিত সম্মানিত হতে

চলে যায় ফাড়ি পথে

তার মতো অসার যে নাই!