প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
যুবদল নেতা কামাল উদ্দিন’কে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বাতিলের দাবীতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের এক সময়কার যুবদল নেতা সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন’কে সভাপতি পদ থেকে বাতিলের দাবীতে দিরাই উপজেলা আওয়ামী লীগে ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দের আয়োজনে ২৯ শে নভেম্বর রোজ মঙ্গলবার দুপুরে দিরাই থানা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সামছুল ইসলাম মংলা’র সভাপতিত্বে ও রুবেল সরদারের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক করম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হায়ুম মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, ইধন মিয়া, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা রায়হান মিয়া,মুক্তিযোদ্ধা সন্তান জামাল মিয়া, এনামুল হক,সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিলোয়ার হোসেন,দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. উজ্জল মিয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৪ ই নভেম্বর আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক যুবদল নেতা কামাল উদ্দিন’কে প্রস্তাবিত কমিটির সভাপতি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে এই কমিটি বাতিলের পাশা-পাশি বঙ্গবন্ধুর আর্দশের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ র্দূদিনের তৃণমূল থেকে বেড়ে উঠা দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়াসহ ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবী জানান। পাশা পাশি সাবেক যুবদলের কর্মী কামাল উদ্দিন গং কর্তৃক সম্মেলন চলাকালে দাড়াঁলো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাবেক মেয়র মোশারফ মিয়া ও দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়সহ বেশ কয়েকজনকে আহত করে। এ ঘটনায় উল্টো মোশারফ মিয়া,রঞ্জন রায়সহ তাদের অনুসারী বঙ্গবন্ধুর আদর্শের অনেক সৈনিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা ।
অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিএনপির আদর্শের যুবদল নেতা কামাল উদ্দিনকে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে শেখ হাসিনার রাজ পথের ত্যাগী নেতা যারা কমিটিতে অবমূল্যায়িত হয়েছেন তাদের অর্ন্তভূক্ত করে কমিটি গঠনের পাশাপাশি হামলাকারীদের দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের নিকট জোর দাবী জানান ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest