জগন্নাথপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন ও পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

জগন্নাথপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন ও পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

” শেখ হাসিনার ব্যবস্থা, নারী-পুরুষ সমতা” ও ” সবার মাঝে ঐক্য গড়ি,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ৯ ই ডিসেম্বর রোজ শুক্রবার উপজেলা পরিষদ এর হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায়  “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।

সভায় অর্থনৈতিক সফল নারী পৌর এলাকার হবিবপুর গ্রামের নুর আলীর স্ত্রী শাহারিয়া বেগম, শিক্ষা ও চাকুরিতে সফল নারী উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের শিব্বির আহমদ চৌধুরীর স্ত্রী সেলিনা বেগম, সফল জননী জগন্নাথপুর গ্রামের মৃত অতুল চন্দ্র সরকারের স্ত্রী গীতা চক্রবর্তী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী জগন্নাথপুর গ্রামের মৃত জিতেন্দ্র দাসের মেয়ে প্রশান্তি দাস ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার বুধরাইল গ্রামের আরশ আলীর স্ত্রী সৈয়দা শিউলী আক্তার এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়েছে।

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ