প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
শীতকালীন শাকসবজিতে বাজার এখন ভরপুর। সেই সবজি তৈরি হচ্ছে নানা রকমের খাবার। সবজি কাঁচা না কি রান্না করা— কোনটি বেশি উপকারী তা নিয়ে বিতর্ক রয়েছেই।
গবেষণা বলছে, কাঁচা সবজি খেলে ওজন থেকে শুরু করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। কাঁচা সবজিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট দীর্ঘমেয়াদি কিছু সমস্যা দূর করতে সাহায্য করে। তার মানে এই নয়, রান্না করা সবজি শরীরের ক্ষতি করে। বরং কাঁচা সবজির চেয়ে রান্না করা সবজি হজম হতে কম সময় নেয়। পেটের কোনও সমস্যা তৈরি করে না। দুটির আলাদা আলাদা গুণ রয়েছে। তা হলে কোনটি বেশি উপকারী? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পুষ্টিবিদরা জানাচ্ছেন, সবজি দু’ভাবেই খাওয়া যেতে পারে। তবে নির্ভর করছে কোন সবজি কীভাবে খাচ্ছেন তার উপর। কাঁচা সবজিতে পানির পরিমাণ অনেক বেশি থাকে। এ ছাড়া ভিটামিন, খনিজ, ফাইবারের পরিমাণও বেশি থাকে। কাঁচা খেলে সেই উপাদান শরীরে সরাসরি প্রবেশ করে।
অন্যদিকে রান্না করা খাবার হজম করা সহজ। এর বিপাকক্রিয়া অনেক দ্রুত হয়। এনজাইমের উৎসেচকগুলি অনেক বেশি সক্রিয় থাকে। এ ছাড়াও পালং শাক, পুঁই শাকের মতো শাকসবজিতে খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ অনেক বেশি থাকে। শাকপাতা কাঁচা খাওয়া যায় না। সেক্ষেত্রে অল্প আঁচে এবং অল্প তেলে রান্না করলে সব উপাদানই শরীরে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা সবজিতে অনেক ব্যাকটেরিয়া, জীবাণু থাকে। কাঁচা খেলে সে সব শরীরে গিয়ে সংক্রমণ ঘটাবে। নানা শারীরিক সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে রান্না করে খাওয়াই ভালো। বিশেষ করে প্রাণিজাত কোনও খাবার রান্না না করে খাওয়া ঠিক নয়। পুষ্টিবিদদের মতে, রান্না করা এবং না করা— দু’রকম খাবারই খাওয়া যায়। তবে কিছু খাবার রয়েছে যেগুলি রান্না না করে খাওয়া একদমই ঠিক নয়। আবার কিছু খাবার কাঁচা খেলে বেশি উপকার মেলে। রান্না করলে সব পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। প্রয়োজনে সে বিষয়ে পুষ্টিবিদের পরামর্শও নিতে পারেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest