প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
মানুষের মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে স্বজন মারা যাওয়ার পর কেউ চাইলে তাদের মরদেহ জৈব সারে পরিণত করতে পারেন। দাফন কিংবা দাহ করার পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়ায় একটি কনটেইনারে মরদেহ রেখে ঢাকনা বন্ধ করে দিতে হবে। এ অবস্থায় কয়েক সপ্তাহ থাকার পর মরদেহ পচে জৈব সারে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রে এ ধরনের জৈব সার বানানোর অনুমতি প্রথম ওয়াশিংটনে দেওয়া হয় ২০১৯ সালে। এরপর এই প্রক্রিয়া পছন্দ করেছে কলোরাডো, ওরেগন, ভারমন্ট ও ক্যালিফোর্নিয়া।
নিউইয়র্কের ডেমোক্র্যাটিক গভর্নর ক্যাথি হোছুল স্থানীয় সময় শনিবার এটির অনুমোদন দিয়েছেন। মানবদেহ জৈব সারে পরিণত করার অনুমতির দিক থেকে নিউইয়র্ক সে দেশে ষষ্ঠ অঙ্গরাজ্য।
কনটেইনারের মধ্যে মরদেহের সঙ্গে উডচিপস, আলফালফা এবং খড় ঘাসের মতো নির্বাচিত উপকরণ রাখা হলে জীবাণুর প্রভাবে ধীরে ধীরে ভেঙে যায়। এই প্রক্রিয়ায় প্রায় মাসখানেকের মধ্যেই মরদেহ জৈব সারে পরিণত হয়ে যায়।
এরপর সংক্রামকগুলো মেরে ফেলার জন্য জৈব সার গরম করা হয়। তারপর মৃত ব্যক্তির প্রিয়জনের হাতে সেই জৈব সার তুলে দেওয়া হয়। সেটি ফুল, শাকসবজি বা গাছ লাগাতে ব্যবহার করা যেতে পারে।
সুত্রঃ বিবিসি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest