নিজস্ব সংবাদদাতাঃ
গত কাল ১ জানুয়ারী সুনামগঞ্জ জেলা সমিতির কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের একটি যৌথ সভা ব্রন্সের গোন্ডেন পেলেস পার্টি সেন্টারে অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এস এম জলিল এবং পরিচালনা ছিলেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
গত ২৭শে নভেম্বরে সমিতির সাধারন সভায় ৭ সদস্যের সিলেকশন কমিটি কতৃক ঘোষিত নতুন সভাপতি, সাধারন সম্পাদক , কোষাধ্যক্ষ এবং বর্তমান কমিটির সভাপতি এই ৪ জনের সমন্বয়ে পুর্নাংগ কমিটির খসড়া প্রস্তাবিত কমিটিকে সিলেকশন কমিটির সবার সম্মতিতে সংগঠনের বর্তমান সভাপতি জনাব এস এম জলিল পুর্নাংগ কমিটি উপস্হাপন করেন।

পুর্নাংগ কমিটিতে যারা আন্তর্ভুক্তি হয়েছেন তারা হলেন তৌফিকুল আম্বিয়া টিপু সভাপতি, আব্দুল আজিজ, সিনিওর সহ সভাপতি, আবু ছালেহ চৌধুরী সহ সভাপতি, মোহাম্মদ আলী রাজা সহ সভাপতি, রাফি আহমেদ সহ সভাপতি, আসাদ মুরাদ তালুকদার সহ সভাপতি, মোতাহার রুবেল সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির সোহেল সহ সাধারণ সম্পাদক, মান্না মুনতাসির কোষাধ্যক্ষ, হামজা কোরেশী সাংগঠনিক সম্পাদক, কাজিরুল ইসলাম শিপন প্রচার সম্পাদক, ফয়সাল আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, এম এ হাসানাত রুবেল ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক, জিয়াউল আহমেদ জামিল আইন ও আন্তর্জাতিক সম্পাদক, সুমি বেগম মহিলা সম্পাদিকা, মোহাম্মদ আলী মিলন দপ্তর সম্পাদক, মানিক আহমেদ সদস্য, শামীম আহমেদ সদস্য, শফিকুর রহমান সদস্য, মোঃ আবু ফজর সদস্য, মোঃ আওলাদ খান সদস্য, দিনারুল ইসলাম সদস্য, আবু শাকের সদস্য।
সভায় সিলেকশন কমিটির পক্ষ থেকে নতুন ঘোষনাকৃত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জনাব তোফায়েল আহমেদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ছদরুন নুর, ইকবাল আহমেদ মাহবুব , আব্দুস শহিদ, আপ্তাব আলী, তোফায়েল চৌধুরী, প্রফেসর আমিনুল হক চুন্নু, আব্দুল আজিজ, মোহাম্মদ আলী রাজা, শাহীন কামালী, আসাদ মুরাদ তালুকদার, মোতাহার রুবেল , হুমায়ুন কবির সোহেল , হামজা কোরেশী, লিখন ভুইয়া, কাজিরুল ইসলাম শিপন, ফয়সাল আহমেদ, এম এ হাসানাত রুবেল, জিয়াউল আহমেদ জামিল, মোহাম্মদ আলী মিলন, মানিক আহমেদ, শামীম আহমেদ, মোঃ আবু ফজর সদস্য, দিনারুল ইসলাম, আবু শাকের এবং জামাল আহমেদ প্রমুখ।