প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির ফলপ্রসূ বৈঠক হয়েছে। আগামীদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে উনারা থাকবেন, এই ওয়াদা জাতির সামনে করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটির দুইজন সদস্য।
বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি যে ২৭ দফার রূপরেখা দিয়েছেন, সেটি যেন ভবিষ্যতে বাস্তবায়ন করে। ক্ষমতায় গিয়ে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার- গণতান্ত্রিক বাংলাদেশ ও অর্থনৈতিক মুক্তি আনতে হবে।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, বিএনপি আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদের কথা শুনেছি। তাদের রাষ্ট্র মেরামতের ২৭ দফা বিশ্লেষণ করে আমাদের বিশ্বাস হয়েছে যে, এতে দেশের কৃষক-শ্রমিক, মজুর, ছাত্র-যুবক, নারী-পুরুষ কথা আছে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্রের এই মেরামত হলে বাংলাদেশ উন্নত হবে।
তিনি আরও বলেন, আগামীতে বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে যুগপৎ থাকব। বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য বিএনপির সঙ্গে থাকব। বিএনপির ২৭ দফার সঙ্গে আমাদের কিছু সংযোজন আছে, সেগুলো পরবর্তীতে বৈঠক করে ঠিক করে নেব।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাম ঐক্যের আবুল কালাম আজাদ, ডা. শামসুল আলম, হারুন আল রশিদ, গণতান্ত্রিক বাম ঐক্যের পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের নেতারা অংশ নেন।
সুত্রঃ সমকাল
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest