প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ফাইল ছবি
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক দুইটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করেছে। আজ ৩ রা জানুয়ারী রোজ মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট দুটি অবতরণ করে। পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে দুটি ফ্লাইট আবার সিলেট থেকে ঢাকায় পৌঁছেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাতারের দোহা থেকে ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তবে ঘন কুয়াশার কারণে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে আজ সকাল ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে ১৪০ জন যাত্রী ছিলেন। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে সৌদি আরবের দাম্মাম থেকে ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট। একই কারণে ফ্লাইটটি ঢাকার পরিবর্তে সকাল সোয়া ১০টার দিকে সিলেটে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে প্রায় আধা ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, দুইটি ফ্লাইটেই যাত্রী ছিলেন। ঢাকার আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest