প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ভারতে কৃষকদের প্রতিবাদের ঘটনা প্রায়ই দেশটির বিভিন্ন গণমাধ্যমে ওঠে আসে। এবার মহারাষ্ট্রে জমির দলিল না পাওয়ায় ভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সুনীল যাদব নামের এক কৃষক।
জালনার ওই কৃষক মাটির নিচে অর্ধেক শরীর পুঁতে রেখে প্রতিবাদ করছেন। সেই ঘটনার ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কৃষক সুনীলের অভিযোগ, ‘২০১৯ সালে দাদাসাহেব গায়কোয়াড় প্রকল্পের অধীনে তাকে ২ একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও জমির কাগজ বুঝে পাননি। তাই নিজেকে কবর দিয়েছেন।’
সুনীল আরও অভিযোগ করেন, প্রশাসনের কাছে গিয়েও কোনও লাভ হয়নি তার। শেষ পর্যন্ত প্রতিবাদের জন্য অভিনব এ পথ বেছে নিয়েছেন তিনি।
সুনীল জানিয়েছেন, জমির কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ বন্ধ করবেন না।
২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন দেশটির হাজার হাজার কৃষক। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা রক্তদান শিবিরের আয়োজনও করেন। পরে সেই আইন প্রত্যাহার করে মোদী সরকার।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest