প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ওজন বৃদ্ধির কারণে শরীরে যেসব সমস্যা দেখা দেয়, ফ্যাটি লিভার তার মধ্যে অন্যতম। এছাড়া ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েডের মতো হরমোনজনিত নানা অসুখেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ে। সময় মতো ফ্যাটি লিভারের চিকিৎসা না করালে লিভার সিরোসিসও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এ সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়ামের কোনো বিকল্প নেই। এই তিনটির মধ্যে সঠিক খাদ্যাভ্যাসই সবচেয়ে জরুরি। এ কারণে ফ্যাটি লিভারে আক্রান্ত হলে খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন তারা। কিছু কিছু খাবার আছে যা ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিরা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে উপকার পাবেন। যেমন-
মাছ : স্যামন, টুনা এবং সার্ডিনের মতো সামুদ্রিক মাছে থাকা ওমেগা থ্রি লিভার সুস্থ রাখে, কোষে জমে থাকা চর্বি ভাঙতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। ফ্যাটি লিভারের সমস্যা কমাতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্টও নিতে পারেন।
অ্যাভোকাডো: অ্যাভোকাডো স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ ফল। এই ফলটি লিভারের পৃষ্ঠে অস্বাস্থ্যকর চর্বি জমতে দেয় না। অ্যাভোকাডোয় গ্লাইসেমিক সূচকও কম। এ কারণে এই ফল লিভার থেকে টক্সিন অপসারণ করতে সাহায্য করে। এ ছাড়াও অ্যাভোকাডোয় উচ্চ ফাইবার থাকার কারণে বিপাকক্রিয়াও ভালো হয়, ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
গ্রিন টি : ওজন কমাতে গ্রিন টি-র জুড়ি নেই। গ্রিন টি শরীরকে চর্বি শোষণে সাহায্য করে এবং লিভারে চর্বি জমা কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কার্যকারিতা উন্নত করে।
রসুন: গবেষণা অনুসারে, রসুন লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। ফলে লিভারে ক্ষতিকারক চর্বি জমা হয় না। রসুনে অনেক প্রাকৃতিক যৌগ থাকায় এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজকেও বাড়িয়ে তোলে।
বাতাবি লেবু : বাতাবি লেবু লিভারের ক্ষতি সারাতে সাহায্য করে। এতে থাকা উচ্চ মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বের করে দেয়, ফলে কোষগুলিকে রক্ষা করে এবং লিভারের ক্ষতি হতে দেয় না।
কফি: কফি ফ্যাটি লিভারের জন্য খুবই উপকারী। লিভারের কোষগুলির ক্ষতি করে এমন এনজাইমগুলি অপসারণ করে কফি। দিনে দুই কাপ কফি খাওয়া বেশ সহায়ক হতে পারে।
অলিভ অয়েল: অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। ওমেগা থ্রি লিভারের কার্যকারিতা উন্নত করতে বেশ কার্যকর। এই তেল শরীরে জমা চর্বির পরিমাণ কমায় এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে। সূত্র: বোল্ড স্কাই
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest