প্রতিমাসে ৩০ হাজার অভিবাসী নেবে আমেরিকা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

প্রতিমাসে ৩০ হাজার অভিবাসী নেবে আমেরিকা

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

যুক্তরাষ্ট্র এবং মেক্সিকান কর্মকর্তারা বলছেন, নতুন অভিবাসন নীতির আওতায় প্রতিমাসে কিউবা, নিকারাগুয়া, হাইতি এবং ভেনিজুয়েলা থেকে ৩০ হাজার করে অভিবাসী নেবে আমেরিকা। এর আওতায় আসবেন যেসব লোক- যারা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ধরা পড়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দুইজন যুক্তরাষ্ট্র এবং একজন মেক্সিকান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, নতুন এই মানবিক নীতির ফলে হাজার হাজার ভেনিজুয়েলান নাগরিক আকাশপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন। তারা অন্যদেশ থেকেও আমেরিকা প্রবেশের অনুমতি চাইতে পারবেন। সেক্ষেত্রে তাদের প্রমাণ করতে হবে আমেরিকায় তাদের পৃষ্ঠপোষক আছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুইবছরের মাথায় প্রথমবারের মতো মেক্সিকোর সীমান্তে যাওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। চলমান পরিস্থিতিতে তার এ সফরকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

রয়টার্সকে তথ্য দেওয়া ওই দুই মার্কিন কর্মকর্তা আশা করেছিলেন যে বৃহস্পতিবারই নতুন এই ঘোষণা আসতে পারে। তবে, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। সে কারণেই কবে এই সফর হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।

এ সংক্রান্ত আরও সংবাদ