প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডিম পাড়ার আগে হাঁস যেমন হাকডাক দেয়, আন্দোলনের নামে বিএনপিও একই রকম হাকডাক দিচ্ছে। এই হাকডাক হাঁসের ডিমপাড়ার মতোই। তারা একবার বলে শীতে আন্দোলন, আবার বলে গ্রীষ্মে আন্দোলন, আবার বলে বার্ষিক পরীক্ষার পরে আন্দোলন। বাস্তবে তারা কোন আন্দোলনই করতে পারছে না।
আজ ১৩ ই জানুয়ারী রোজ শুক্রবার সকাল ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।সুত্রঃ সমকাল
তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত এখনও জ্বালানি নির্ভর। সমগ্র পৃথিবীতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে যে হারে দাম বাড়ানো হয়েছে আমাদের দেশে সেই হারে বাড়ানো হয়নি। বিদ্যুৎ খাতে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করছে। তাই এই ভর্তুকি কিছুটা কমানোর জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
জামায়াত ইসলাম ও হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোন সমঝোতা হচ্ছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, এমন প্রশ্ন অবান্তর।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest