জগন্নাথপুরে ” মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ ” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

জগন্নাথপুরে ” মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ ” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে “মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক “মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ” এর উদ্যোগে কিছুটা হলেও শীতার্ত মানুষের শীত নিবারনের লক্ষে বিগত কয়েক দিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সংগঠন এর উদ্যোগে ২৭ শে জানুয়ারী রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এই শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন “মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ ” এর প্রতিষ্টাতা সভাপতি ও দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ এর সচিব  সামছুল আলম, কলকলিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মোঃ মস্তান মিয়া,  হাফিজ মোঃ নূরুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রবীণ সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,  কৌষিক তালুকদার ও মানবাধিকার কর্মী মিরজাহান মিজান  সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এব্যাপারে একান্ত আলাপকালে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর প্রতিষ্টাতা সভাপতি ও সুরমা ইউপির সচিব সামছুল আলম বলেন, সংগঠন এর  প্রতিষ্টালগ্ন থেকে এই সংগঠন ও বিশিষ্টজনদের অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে অনেক হৃদয়বান মহান ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরও বলেন,  অদূর ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করার সংকল্প রয়েছে। এজন্য সর্বসাধারণের দোয়া – ভালবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি। যদি সুহৃদ ব্যক্তিবর্গ সহযোগিতা করতে চান তাহলে 01723698090 বিকাশ পার্সোনাল নাম্বারে সেন্ড মানি অপশন ব্যবহার করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো।

এ সংক্রান্ত আরও সংবাদ