প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি”- শুরু হয়েছে ভাষা আন্দোলনের মাস। এদিন থেকে ধ্বনিত হচ্ছে- হবে সেই অমর সঙ্গীত এর অমিয় বাণী। বাঙালী জাতি পুরো মাসজুড়ে ভালবাসা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের।
আজ ১ লা ফেব্রয়ারী ভাষার মাস। মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এই ফেব্রুয়ারী ছিল ঔপনিবেশিক প্রভূত্ব ও শাষণ শোষণ এর বিরুদ্ধে বাঙালী জাতির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।
পাকিস্তান কর্তৃক তৎকালীন পূর্ববাংলার রাষ্ট্র ভাষা উর্দু হবে এমন ঘোষণার প্রতিবাদে ও মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবীতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী আপামর ছাত্রজনতার দুর্বার আন্দোলনে পাকবাহিনীর নির্বিচারে গুুলিতে ভাষা সৈনিক সালাম, জব্বার, বরকত ও রফিক সহ নামনাজানা শিশুর রক্তের বিনিময়ে বাঙালী জাতি পেয়েছি মাতৃভাষার মর্যাদা ও আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণস। এই মহান বীর ভাষা সৈনিক শহীদদের তাজা রক্তে রঞ্জিত সিঁড়ি বেয়েই শুরু হয় বাঙালী জাতির স্বাধীকার আন্দোলন। তারই পথ ধরে ১৯৭১ সালে দীর্ঘ নয়মাস পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল-সবুজের পতাকা।
বস্তুত ফেব্রুয়ারী মাস এক দিকে শোকাবহ হলেও অপরদিকে আছে এর গৌরবোজ্জ্বল দিক। কারন, বিশ্বে একমাত্র জাতি হিসেবে বাঙালীরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন।
বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল দিক। কারণ, এ মাসে পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন।
এই মাস ঘিরে বাঙালী জাতি সাংস্কৃতিক ও ক্রীড়া সহ নানা অনুষ্ঠানে মেতে থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest