প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
নজরদারি চালানোর অভিযোগ ওঠা যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা সেই বেলুনটি গুলি করে নামানো হয়েছে। মার্কিন আকাশসীমায় প্রবেশের এক সপ্তাহ পর বেলুনটি নামানো হলো। এসময় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলে তিনটি বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।
৪ ঠা ফেব্রুয়ারী রোজ শনিবার এক সামরিক অভিযান পরিচালনা করে বেলুনটি নামানো হয়।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শনিবার পূর্ব উপকূলে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন গুলি করার মিশন সফল হয়েছে। পেন্টাগনকে এটি নিরাপদে ভূপাতিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।
ম্যারিল্যান্ডের হ্যাগারসটাউনে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছিল, ভূমিতে কারও ক্ষতি না করেই এটি করার। সর্বোত্তম সময় ছিল যখন এটি জলের ওপর ১২ মাইল সীমার মধ্যে অবস্থান করছিল।
বেলুন নামানোর সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা দলের সুপারিশ ছিল কিনা জানতে চাইলে বাইডেন পুনর্ব্যক্ত করেন, ‘আমিই তাদের গুলি করতে বলেছিলাম। তারা আমাকে বলেছিল, তাহলে সবচেয়ে নিরাপদ জায়গার জন্য অপেক্ষা করি। ’
এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা ওই বেলুনটি নিজেদের বলে স্বীকার করে চীন। বেলুনটি বেসামরিক একটি এয়ারশিপ- এমন দাবি করে চীন বলেছে, এটি পরিকল্পিত পথচ্যুত হয়ে গেছে।
চীনে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, আবহাওয়া সংক্রান্ত কাজে বেলুনটি ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটির অনিচ্ছাকৃত প্রবেশে চীন অনুতপ্ত।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest