সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সুত্রে জানাযায়, প্রেম ঘটিত বিষয়ে সালিশ জনিত বিরোধের জের ধরে ২০১৪ সালের ৩০ শে জুন দিবাগত-রাত ৯ ঘটিকার সময় মৌলভীবাজার এর শমশেরনগর রোডস্থ “চট্টগ্রাম সেনেটারী ” ব্যবসা প্রতিষ্ঠান এর সামনে মৌলভীবাজার শাখা অগ্রণী ব্যাংক এর কর্মকর্তা প্রণজিৎ পালকে ধারালো অস্ত্রাঘাতে হত্যা করে স্থানীয় সন্ত্রাসী রিপন পাল, বিমল পাল, চিত্ত পাল,উত্তম পাল ও আশীষ পাল পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তান্ত অবস্থায় প্রণজিৎ পালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় প্রণজিৎ পাল এর স্ত্রী বাদী হয়ে এই সন্ত্রাসীদের আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল সিলেটে প্রেরণ করা হয়।

বিচারান্তে ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী রিপন পালকে মৃত্যুদন্ড এবং বিমল পাল, উত্তম পাল, চিত্ত পাল ও আশীষ পালকে যাবজ্জীবন কারাদণ্ড সহ প্রত্যেক আসামীকে অতিরিক্ত ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আজ ৬ ই ফেব্রুয়ারী রোজ সোমবার দুপুরে সিলেটের দ্রুতবিচার ট্রাইবুনাল(জেলা ও দায়রা জজ) এর বিচারক মোঃ শাহাদাৎ হোসেন প্রামাণিক রায় ঘোষণা করেছেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পি,পি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। রায় ঘোষণার সময় আসামীগণ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।পরে তাদেরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে আসামী পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানিয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ