ব্যারিষ্টার “সুমন” এর বিরুদ্ধে ৫ শত কোটি টাকার মানহানি মামলা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩

ব্যারিষ্টার “সুমন” এর বিরুদ্ধে ৫ শত কোটি টাকার মানহানি মামলা

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

১৬ ফেব্রুয়ারী রোজ  বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে করা এই মামলায় তিনি ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আরজি জানিয়েছেন।যুক্তরাষ্ট্রে গোলাপের ‘বাড়ি’ নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হল।

গত বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গেও কথাও বলেছিলেন তিনি।

অভিযোগে সুমন বলেছিলেন, আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

সুত্র ঃঃ দৈনিক ভাটি বাংলা

এ সংক্রান্ত আরও সংবাদ