বাংলাদেশের চেয়ে পাকিস্তান যদি ভাল হয়, এখানে মাতব্বরি কেন- বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

বাংলাদেশের চেয়ে পাকিস্তান যদি ভাল হয়, এখানে মাতব্বরি কেন- বঙ্গবীর কাদের সিদ্দিকী

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, অনেকের বাংলাদেশ পছন্দ না। প্রধান বিরোধী দল কয়েকদিন আগে বলেছে বাংলাদেশের জন্ম হয়েছে বাইচান্স। যাদের মনে হয় বাংলাদেশ ছিল বাইচান্স, তাদের তো বাংলাদেশে থাকা উচিত না। আবার আরেক নেতা বলেছেন, বাংলাদেশের চেয়ে পাকিস্তান ভালো ছিলো। তাহলে বাংলাদেশের চেয়ে পাকিস্তান যদি ভালো হয়, তাহলে আপনি এখানে মাতাব্বরি করেন কেন। পাকিস্তানে যান। সেখানে গিয়ে নেতাগিরি করেন।

আজ ১৮ ই ফেব্রুয়ারী রোজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা সোল পার্কে আয়োজিত বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভা ও পারবারিক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাদের সিদ্দিকী বলেন, আমি অনেক কথা শুনেছি। যেমনি সম্মানের কথা শুনেছি, তেমনি অসম্মানের কথাও শুনেছি। এই টাঙ্গাইলেই আমাকে রাজাকার বলা হয়েছে। কাদের সিদ্দিকী রাজাকার, তাড়াতাড়ি বাংলা ছাড়। যে দেশ সৃষ্টি করেছি সেই দেশ আমি ছাড়বো, মরার আগে সেটা সম্ভব না। বাংলাদেশ সৃষ্টিতে আমার রক্ত আছে, ঘাম আছে। তাই বাংলাদেশ, আমি বেঁচে থাকতে এর গায়ে কেউ হাত দিতে পারবে না।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবুল হোসেন দুর্জয়ের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি মোশারফ হোসেন মোল্লা। বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান রানা।

সুত্রঃ সমকাল

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ