জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

জগন্নাথপুরে  জাতীয় ভোটার দিবস পালিত

হুমায়ূন কবীর ফরীদি ##

ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে” এ প্রতিপাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ রা মার্চ রোজ  বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর তাপস রঞ্জন তালুকদার, ডাটা এন্ট্রি অপারেটর আতিকুল ইসলাম, স্ক্যানিং অপারেটর রাজন দাশ, অফিস সহায়ক মোঃ নাজির আহমদ, পরিচ্ছন্নতা কর্মী মোঃ শাকিল আহমদ, নিরাপত্তা প্রহরী মো. আব্দুস ছাত্তার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ