মেসিকে ফিরে পেতে স্পন্সর খুঁজছে বার্সা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

মেসিকে ফিরে পেতে স্পন্সর খুঁজছে বার্সা

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

ভালো সময় যাচ্ছে না পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শেষ ষোলোয় বিদায় নিয়েছে। ডাল-ভাত বানিয়ে ফেলা লিগ শিরোপাও চলতি মৌসুমে কঠিন করে ফেলেছে। লিওনেল মেসির বিশ্বকাপের আগের ও পরের ফর্মে আকাশ-পাতাল তফাৎ।

সব মিলিয়ে আর্জেন্টাইন তারকা মেসির পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা কম। আগামী জুন পর্যন্ত প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি আছে তার। এরপর ফ্রি এজেন্টে ক্লাব পরিবর্তন করতে পারবেন তিনি।

মেসির যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের লিগে যাওয়ার গুঞ্জন আছে। তবে তিনি ইউরোপের শীর্ষ লিগে থাকতে চান বলে দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে, ঘরের ছেলে ফিরতে পারেন ঘরে। তার বার্সার ফেরার সম্ভাবনা আছে বলে লা লিগার ক্লাবটিও ইঙ্গিত দিয়েছে।

এবার স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো দাবি করেছেন, মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে স্পন্সর খুঁজছে বার্সা। অতিরিক্ত কিছু স্পন্সর পেলে উয়েফার আর্থিক নিয়ম না ভেঙে পে কাটে (কম বেতনে) মেসিকে ক্যাম্প ন্যুতে আনা সম্ভব বলে মনে করা হচ্ছে। এরপর মেসি বার্সার আসলে বাণিজ্য বাড়বে, যা থেকে লভ্যাংশ ভাগ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ