কলকলিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ২ জন আহত

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

কলকলিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ২ জন আহত

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে ঘটনার বিবরণে জানাযায়, মোঃ আক্তার হোসেনকে আহবায়ক ও মোঃ জিল্লুর রহমানকে যুগ্ম আহবায়ক করে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি আহবায়ক কমিটি গত ৬ ই এপ্রিল অনুমোদন দিয়েছেন জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত ও সাধারন সম্পাদক তাহা আহমদ। এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ার পর থেকে কমিটির ৭ নং যুগ্ম আহবায়ক মারজুম আহমদ ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাশের মাধ্যমে প্রত্যাখান করার পাশা-পাশি ৮ ই এপ্রিল রোজ শনিবার বিকাল প্রায় সাড়ে চার ঘটিকার সময় কমিটি প্রত্যাখান করে কলকলিয়া বাজারে মিছিল করেন। পরে ইফতার পরবর্তী সময় প্রায় ৭ ঘটিকায় কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আক্তার হোসেন ও যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিল করতে চাইলে ৭ নং যুগ্ম আহবায়ক মারজুম আহমদ এর নেতৃত্বে তার অনুসারীরা আনন্দ মিছিলটিকে বাদা প্রদান করে। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সংঘর্ষ থামালেও টানটান উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ফোর্স নিয়ে  ঘটনাস্থলে পৌছেন। ততক্ষণে পুলিশ আসার খবর পেয়ে নেতাকর্মীরা সটকে পড়েন।এই সংঘর্ষের ঘটনায় মারজুম আহমদ ও শাহেদ নামক দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ মোঃ আক্তার হোসেন বলেন, ইফতার পরবর্তী সময়ে আমরা কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতাকর্মী বৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে কলকলিয়া বাজারে আনন্দ মিছিল করছিলাম। হঠাৎ করে ছাত্রলীগ নামধারী কিছু ছেলে-পেলে আমাদের মিছিলে হামলা করে। আত্মরক্ষার্থে  আমরা স্থানীয় জনসাধারণের সরনাপন্ন হয়ে নিজেদেরকে রক্ষা করেছি।

এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, জানতে পারি কলকলিয়া ইউনিয়ন বাংলাদেশ ছাত্রলীগ এর  নবগঠিত আহবায়ক কমিটির বিবদমান দু’টি পক্ষের মধ্যে দাওয়া- পাল্টা দাওয়ার ঘটনা ঘটছে। এমন খবর পেয়ে ফোর্স নিয়ে  ঘটনাস্থলে পৌঁছি। আমরা যাওয়ার খবর পেয়ে সংঘর্ষকারীরা সটকে পড়ে। কলকলিয়া বাজার এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করলেও আমাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি টহল অব্যাহত আছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ