জগন্নাথপুরের উপ-নির্বাচনে নৌকার মাঝি নূরুল ইসলাম

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

জগন্নাথপুরের উপ-নির্বাচনে নৌকার মাঝি নূরুল ইসলাম

হুমায়ূন কবীর ফরীদি ##

সমাগত জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী হিসেবে  মোঃ নূরুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন। জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ শে মে অনুষ্ঠিত হবে।

দলীয় সুত্রে জানাযায়, ১৫ ই এপ্রিল রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন, গণভবনে বাংলাদেশে আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলামকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে ১৫ ই এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্র  থেকে জানা গেছে। মোঃ নূরুল ইসলাম জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় মনোয়ন নৌকা প্রতীক পাওয়ার  সংবাদ আজ ১৫ এপ্রিল নিজ এলাকায় পৌছা মাত্রই উপজেলা জুড়ে আনন্দ – উল্লাস বইছে।  দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশরত্ন  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও মোঃ নূরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছায় জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২ রা নভেম্বর  সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আকমল হোসেন বিজয়ী হন। এরই মধ্যে বিগত ২৬ শে ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান মোঃ আকমল হোসেন এর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। যদিও উক্ত উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক চলতি সনের ৯ ই এপ্রিল জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এর তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দাখিল এর শেষ দিন আগামী ২৭ এপ্রিল, যাচাই-বাছাই ৩০ এপ্রিল, আপিল দাখিল ২ হতে ৪ এপ্রিল, আপিলের নিষ্পত্তি  ৫ থেকে ৭ মে, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৮ মে এবং ২৫ শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচন আগামী ২৫ শে মে অনুষ্ঠিত হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ