প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন হবে।
বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক ও স্বাধীন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ এর ১৮ তম মৃত বার্ষিকী ২৭ শে এপ্রিল। আজ থেকে ১৮ বছর আগে এই দিনে রাজনীতির বটবৃক্ষ প্রয়াত আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ মৃত্যু বরন করেন।তাঁর এই মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে আগামীকাল ২৭ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ১১ ঘটিকার সময় উপজেলা সদরস্থ আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচীকে সফল করতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ এর উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু।
এছাড়াও প্রয়াত আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ এর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালিস্থ নিজ বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তাঁর সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪ ধারা ভঙ্গ করা হয়। ১৯৫৪ সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রম সম্পাদক নিযুক্ত হন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে প্রথম সারির সংগঠকদের একজন আব্দুস সামাদ আজাদ ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি আবারও দক্ষতার সাথে পররাষ্টমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest