মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে শায়েখুজ্জামান এর শুভেচ্ছা বাণী

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে শায়েখুজ্জামান এর শুভেচ্ছা বাণী

হুমায়ূন কবীর ফরীদি ##

পহেলা মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের শ্রমজীবী মেহনতী মানুষকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ শায়েখুজ্জামান শায়েখ।

“প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দুর হউক সকল বৈষম্য, মেহনতী মানুষের পাশে আছি, পাশে থাকব আমৃত্যু ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা মে দিবস ও  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে  বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে বাণী  প্রদান করেছেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA)  এর সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য শাখার কার্যকরী সদস্য এবং জগন্নাথপুর উপজেলার মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শায়েখুজ্জামান শায়েখ।

বাণীতে মোঃ শায়েখুজ্জামান শায়েখ বলেন, দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে ১৮৮৬ সালের পহেলা মে আমেরিকার শিকাগো শহরের “হে মার্কেট” এর সামনে জমায়েত হয়েছিলেন আধুনিক বিশ্বের কারিগর দিক নির্দেশনাকারী শ্রমিক বৃন্দ। বিশাল এই জমায়েতে শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে পুলিশ বাহিনী। এতে শহীদ হন অন্তত ১০ জন শ্রমীক। এর পর শ্রমীকদের দাবী আদায়ের  আন্দোলন আরো বেগবান হলে শ্রমিকদের দাবী মানতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

যার ফলশ্রুতিতে সারা বিশ্বে শ্রমিক মজুরি বৃদ্ধি সহ সার্বিক কল্যাণ ও জীবন যাত্রার মান উন্নয়ন হচ্ছে। এর সুফল পাচ্ছেন আমাদের মতো খেটে খাওয়া মেহনতী শ্রমজীবী মানুষ। আমি এই দিনে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসী সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শ্রদ্ধা ও অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।

এ সংক্রান্ত আরও সংবাদ