প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তমধ্যে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ শে মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর প্রতীক এর প্রার্থী ইউরোপ জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-সচিব সৈয়দ আব্দুল কাইয়ূম কামালী, স্বতন্ত্র প্রার্থী চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ হারুন রশীদ, স্বতন্ত্র প্রার্থী শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। আজ ৩০ শে এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাইকালে কাগজপত্র কম থাকায় ও তথ্যে গরমিল থাকার কারণে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান এর মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং অপর চার প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest