বাড়তে পারে আর্নড ইনকাম ও চাইল্ড ট্যাক্স ক্রেডিট

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

বাড়তে পারে আর্নড ইনকাম ও চাইল্ড ট্যাক্স ক্রেডিট

 

ইউএস বাংলা বার্তা রিপোর্টঃ ২০২১ সালে যারা লেবার ডিপার্টমেন্ট থেকে বেকার ভাতা ও সরকারি প্রণোদনা নিয়েছিলেন, তাদের জন্য লেবার ডিপার্টমেন্ট ১০৯৯-জি ইস্যু করেছে।

যারা এসব সুবিধা নিয়েছেন, তারা লেবার ডিপার্টমেন্টে তার যে অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টে লগইন করে ১০৯৯-জি এর কপি নিতে পারবেন। এরপর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে সিপিএ বা এনরোল এজেন্টের কাছে নিয়ে যেতে হবে। যারা ট্যাক্স কাটার পর অর্থ পেয়েছেন, তাদেরকে নতুন করে ওই খাতে আয়কর দিতে হবে না। আর যারা ট্যাক্স কাটাননি তাদেরকে নতুন করে অর্থ দিতে হবে। যদিও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি যে ২০২০ সালে বেকার ভাতা ও ফেডারেল সরকার থেকে প্রণোদনা পাওয়া বাবদ অর্থের মধ্যে ১০ হাজার ২০০ ডলার পর্যন্ত ট্যাক্স মওকুফ করা হয়েছিল, এটি এখনো বহাল রয়েছে কি না। এবার যদি আগের নিয়ম বহাল থাকে, তাহলে যারা দিয়েছেন তারা ফেরত পাবেন আর যারা দেননি তাদেরকে নতুন করে দিতে হবে না। এ জন্য অপেক্ষা করতে হবে কী ঘোষণা আসে।
আগামী ২৪ জানুয়ারি সোমবার থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং শুরু হবে। জরিমানা ছাড়া ১৮ এপ্রিল ২০২১ ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। জানা গেছে, ২০২১ এর জন্য মেরিড ফাইলিং জয়েন্টলি ২৪ হাজার ৮০০ ডলার থেকে বাড়িয়ে ২৫ হাজার ১০০ ডলার, হেড অব হাউসহোল্ড ১৮ হাজার ৬৫০ ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ৮০০ ডলার, সিঙ্গেল ১২ হাজার ৪০০ ডলার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫৫০ ডলার, মেরিড ফাইলিং সেপারেটলি ১২ হাজার ৪০০ ডলার থেকে ১২ হাজার ৫৫০ ডলার করা হয়েছে। বার্ষিক ইনভেস্টমেন্ট ইনকাম সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত হলে তারা আর্নড ইনকাম ক্রেডিট পাবেন।
২০২১ সালের ট্যাক্স ফাইলে আর্নড ইনকাম ও চাইল্ড ট্যাক্স ক্রেডিট বেড়েছে। আইআরএস সূত্রে জানা গেছে, এ বছর আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে। যাদের কোনো সন্তান নেই, তাদের সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট দেওয়া হবে ১ হাজার ৫০২ ডলার। ২০২০-এ ছিল সর্বোচ্চ ৫৩৮ ডলার। ২০২১ সালের জন্য এক সন্তান হলে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট দেওয়া হবে ৩ হাজার ৬১৮ ডলার। ২০২০ ট্যাক্স বছরে এক সন্তানের জন্য সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩ হাজার ৫৮৪ ডলার। দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫ হাজার ৯৮০ ডলার। ২০২০ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫ হাজার ৯২০ ডলার। তিন বা এর বেশি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট দেওয়া হবে ৬ হাজার ৭২৮ ডলার। ২০২০-এ তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬ হাজার ৬৬০ ডলার। আর্নড ইনকাম ক্রেডিটের জন্য সন্তানের বয়স ১৯ থেকে ২৪ বছর হতে হবে এবং ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। নাহলে আর্নড ইনকাম ক্রেডিট পাবে না।
২০২১ সালের ট্যাক্স ফাইলে চাইল্ড ট্যাক্স ক্রেডিটও বেড়েছে। এর মধ্যে অনেকেই অর্ধেক অর্থ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পেয়েছেন। ছয় বছরের কম বয়সী সন্তানের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট ৩ হাজার ৬০০ ডলার এবং ৬ থেকে ১৮ বছরের কম বয়সী সন্তানের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট তিন হাজার ডলার করা হয়েছে। ২০২০ ট্যাক্স বছরে ছিল দুই হাজার ডলার।


চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিটে আমেরিকান রেসকিউ প্ল্যানের আওতায় এক সন্তানের জন্য আট হাজার ডলার খরচ এবং দুই সন্তানের জন্য ১৬ হাজার ডলার খরচ দেখানো সম্ভব। ফাইলার যোগ্য হলে খরচের অর্ধেক অর্থ ফেরত পাবেন। সে ক্ষেত্রে একজনের জন্য চার হাজার, দুজনের জন্য আট হাজার ডলার পর্যন্ত ফেরত পাওয়া যাবে। এর আগে এটি একজনের জন্য তিন হাজার ও দুজনের জন্য ছয় হাজার দেওয়া হতো। তবে এই অর্থ ফেরত পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র লাগবে।
যারা চাইল্ড ক্রেডিটের অর্ধেকের পুরো অর্থ পাননি, তারা ফাইল করার সময় বাকি অর্থ দাবি করতে পারবেন। আইআরএস এ-সংক্রান্ত চিঠি পাঠানো শুরু করেছে। সেই চিঠি ফাইল করার সময় নিয়ে যেতে হবে। এ ছাড়া যারা স্টিমুলাসের পুরো অর্থ পাননি, তারাও অর্থ ক্লেম করতে পারবেন।

সুত্রঃ ঠিকানা/তৌ.আ.টি

এ সংক্রান্ত আরও সংবাদ