প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নেওয়ার পর রাজা তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট উঠেছে। একই অনুষ্ঠানে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকেও রাজমুকুট পরানো হয়েছে।
আজ ৬ মে রোজ শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
এর আগে আজ ৪০তম ব্রিটিশ রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। তার সঙ্গে রাজ্যাভিষেক হয় স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও। ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
মুকুট পরানো অনুষ্ঠান শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবে ত্যাগ করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে তারা বাকিংহাম প্যালেসে ফিরছেন। বাকিংহাম প্যালেসে ফিরে বারান্দায় দাঁড়িয়ে উদযাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখার কথা রয়েছে তাদের।
ব্রিটেনে রাজ্যাভিষেকের জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান আয়োজনের ইতিহাস হাজার বছরের। রাজাচার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা যোগ দিয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest