প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলামের সমর্থনে মাঠে নেমেছে উপজেলা ছাত্রলীগ।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কর্মী সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মিজানুর রশীদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আফু মিয়া।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়জুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, বদরুল ইসলাম রনি, বাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিজাম রনি, জুয়েল হোসেন, ফারজান রেজা, রুবেল আহমেদ, আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হক, তারেক আহমদ, সাইফুর রহমান সোহাগ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হক, সহসভাপতি তাহের, শিপন, রিয়াদ, মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুমেল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল আহমদ চঞ্চল, সাধারণ সম্পাদক মিনহাজ আফ্রিদি, সহসভাপতি আসরাফ নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবির, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, মুকুল, ইকবাল হোসেন, মুস্তাক আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনআই রোকন, জুনু মিয়া, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের জামিল ইফতি, মিজান, রায়হান, কামরান আহমেদ, ফাহিম আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের মোহাম্মদ আলী, রুম্মান আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুম আহমদ প্রমুখ।
পরে নৌকা প্রতিকের সর্মথনে দলীয় কার্যালয়ে থেকে এক প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উন্নয়নের প্রতিক নৌকার পক্ষে ছাত্রলীগ মাঠে নেমেছে। বিগত দিনের মত উপ-নির্বাচনেও পুরো উপজেলায় নৌকার পক্ষে কাজ করবে ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় প্রার্থীর পক্ষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest