কানেকটিকাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষীকি পালিত

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৩

কানেকটিকাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষীকি পালিত

নিজস্ব সংবাদদাতাঃ

গত কাল ৩০শে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি ) কানেকটিকাট শাখা কতৃক শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জেনারেল জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ দোয়া ও আলোচনা সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কানেকটিকাট স্টেট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ১৯৮২-৯২ সালের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্র নেতা ও ডাকসুর (আমান – খোকন) পরিষদের সাহিত্য সম্পাদক জনাব ডক্টর নেয়ামত এলাহী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হলের সাবেক ছাত্রদল সহ সভাপতি জনাব শাহীন আহমেদ ও ঢাকা গাজীপুর জেলা বিএনপির অন্যেতম নেতা মাকসুদ ভূঁইয়া সহ । সভায় বক্তব্য রাখেন ড. নেয়ামত এলাহী, শাহীন আহমেদ, মাকসুদ ভুইয়া, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি সালেহ আহমেদ, সহ সভাপতি সোহেলুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাফি আহমেদ, যুগ্ম সাধারণ আরিফুল ইসলাম নিপুন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান অপু। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রহমান আরিফ। অনুষ্ঠান এবং দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু। অনুষ্ঠানের সভাপতি তৌফিকুল অম্বিয়া টিপু বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ