ফ্রান্সে বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৩

ফ্রান্সে বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

ফ্রান্সের প্যারিস শহরের একটি বাসা থেকে মৌলভীবাজারের বড়লেখার সোয়েব আহমদ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোয়েব বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার মৃত সমছ উদ্দিনের ছেলে।

স্থানীয় সময় গত ২২ জুন বেলা একটার দিকে লাশ উদ্ধার করা হয়।

সোয়েবর মৃত্যুর প্রথমে দিকে রহস্যজনক মনে হলেও তদন্ত শেষে ফ্রান্সের পুলিশ বলছে, একধরনের মানসিক রোগের কারণে সোয়েব নিজেই নিজের অজান্তে চাকু দিয়ে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। শনিবার মধ্যরাতে মুঠোফোনে ফ্রান্স প্রবাসী সিনিয়র এক গণমাধ্যমকর্মী এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোয়েব দীর্ঘদিন ধরে একধরনের মানসিক সমস্যায় ভুগছিলো। যার কারণে সে চাকু দিয়ে নিজেই নিজের অজান্তে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আইনী প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে পাঠানো হবে।

এদিকে নিহতের স্বজন সূত্রে জানা যায়, সোয়েব আহমদ দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। সেখান থেকে কয়েকমাস আগে তিনি ফ্রান্সে পাড়ি দেন। সেখানে যাওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন সোয়েব। এরপর তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি সংশ্লিষ্ট হাসপাতাল সোয়েবকে ছাড়পত্র দেয়। এরপর সোয়েব তার মামাতো ভাই বেলাল আহমদের বাসায় উঠেন। ওই বাসায় গত বৃহস্পতিবার ২২ জুন দুপুরে সোয়েবের গলা কাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সোয়েবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের ছেড়ে দেয়। প্রক্রিয়া শেষে সোয়েবের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ