আ,লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না – সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৩

আ,লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না  – সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেটে তারুণ্যের সমাবেশ এর একাংশ

সিলেট থেকে ফিরে এসে হুমায়ূন কবীর ফরীদি ##

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না। এই অবৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। তারা অবৈধ ভাবে ক্ষমতা আকড়ে ধরে আছে। তারা জনগণের সাথে প্রতারণা করেছে। আগামীতেও তাদের অধীনে নির্বাচন হলে দেশের পরিবর্তন ও শান্তি আসবেনা। তাই রাজপথে থেকে এই সরকারের পতন ঘটাতে হবে। তিনি আরও বলেন, আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে গনতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসবে। যার মধ্য দিয়ে দেশের সব মানুষকে জাগ্রত করে এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। নিজেদের অধিকার আদায়ে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯ ই জুলাই রোজ রবিবার সিলেট সরকারি  আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএমএ জিলানীর সভাপতিত্বে ও যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায়  অনুষ্ঠিত  তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, ইলিয়াস আলীকে আপনারা জানেন। তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।২০১২ সালের ১৭ ই এপ্রিল আওয়ামী ফ্যাসীষ্ট সরকার তাকে গুম করেছে। টিপাইমুখ বাঁধ আন্দোলন করে সিলেটবাসীকে একত্রিত করায় ইলিয়াস আলীকে গুম করা হয়। তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল তরুণ   যারা সাংগঠনিক ভাবে অত্যন্ত দক্ষ ছিল, তাদের বাছাই করে গুম করেছে এই সরকার। আওয়ামী লীগ নির্বাচন করছে, স্বেচ্ছাচারিতা করছে। এজন্য তারা গুম গুম নাটকে মেতে ওঠে । গুম পরিবারের মানুষ হিসেবে আমরা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। এটা যে কত বড় লজ্জার ও কষ্টের তা বোঝানো মুশকিল। একটা মানুষকে মারতে কয়টি গুলি লাগে সেটা বোঝার ক্ষমতা এই সরকারের নেই। তিনি আরও বলেন, আমার শাশুড়ী বাড়ীতে একা। উনি কেবল পথ চেয়ে থাকেন উনার ছেলে ফিরে আসবে বলে। কোনো অনুষ্ঠান করলে ছেলে আসার অপেক্ষায় থাকেন। এখন বাচ্চারা বড় হয়েছে। ওদের বাবা কি করে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারেনা।

আজকের তারুণ্যের সমাবেশে বলি, তোমারই পারবে এই সরকারকে হঠাতে। আমি বিশ্বাস করি তরুণদের হাতেই অবৈধ সরকারের পতন হবে, শেখ হাসিনার পতন হবে। তরুণদের হাত ধরে নতুন সূর্য উদিত হউক, সেই প্রত্যাশা করি।

কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে আরোও বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসেন, সিলেট জেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব ও সারিয়া জামান আরিফা সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

এসময় কেন্দ্রীয় ও দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলে।

সমাবেশ বিকাল ৪ ঘটিকার সময় শুরু হলেও দুপুর ১২ ঘটিকার সময় সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলা সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মী বৃন্দ ব্যানার-ফেস্টুন টানিয়ে  খন্ড খন্ড মিছিলে মিছিলে সমাবেশস্থলে জড়ো হন।

এ সংক্রান্ত আরও সংবাদ