প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জের পল্লীতে মসজিদের কাঠাল নিলামকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে ঘটনার বিবরণ জানাযায়, গতকাল ৯ ই জুলাই রোজ রবিবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হাসনাবাজ গ্রামের মসজিদে কাঠাল নিলামকে কেন্দ্র করে হাসনাবাদ গ্রামের সরাই মড়ল ও মালদার গোষ্ঠীর লোকজন এর মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে ১০ ই জুলাই রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে উভয় পক্ষের হাসনাবাদ গ্রাম নিবাসী আব্দুল লতিফ এর ছেলে নূরুল ইসলাম (৪০), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ঘটনাস্থলে ও আব্দুল বাসিরের ছেলে শাহজাহান (৫৫) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরন করেছেন। এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। আহতরা স্থানীয় ভাবে ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
এ ব্যাপারে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান,গতকাল রোববার রাতে এবং আজকে ভোরে আসনাবাজ গ্রামে গিয়ে উভয়পক্ষের লোকজনের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করে কথা বলেছি। উভয়পক্ষের লোকজন আমাকে আশস্থ করেছিলেন যে কোন পক্ষই মারাামরিতে যাবেন না। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের শান্ত করে উপজেলা পরিষদের মিটিংয়ে আমি চলে বসার পর শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। একটি কাঠাল নিয়ে এমন অনাকাংঙ্খিত ঘটনাটি খুবই দুঃখজনক।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ৩জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest