প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছবোমা দেওয়ার যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তার ঘোর বিরোধিতা করেছে চীন। বেইজিং বলেছে, এর ফলে ইউক্রেন যুদ্ধে ‘মানবিক সমস্যা’ দেখা দেবে।
১০ জুলাই রোজ সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, মার্কিন সরকারের এ সিদ্ধান্তে গোটা আন্তর্জাতিক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। বহু দেশ যুক্তরাষ্ট্রকে এ কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
মাও বলেন, চীন সরকার বিশ্বাস করে উত্তেজনা ও ইউক্রেনের সঙ্কট যাতে বাড়তে না পারে সেজন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত আগুনে ঘি ঢালা থেকে বিরত থাকা।
এর আগে ওয়াশিংটন গত শুক্রবার ঘোষণা করে, রাশিয়ার বিরুদ্ধে পালটা হামলা চালাতে সহযোগিতা করার জন্য ইউক্রেনকে গুচ্ছবোমা সরবরাহ করা হবে।
মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে। ২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহণ, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১০০’র বেশি দেশ এই চুক্তিতে সই করেছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest